সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়  

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময়  

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটি মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত ‘জাতীয় নাগরিক কমিটির’ মতবিনিময় সভা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক, ড. আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য  আবু সাইদ লিয়ন, সদস্য সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক মিশু আলী সোহান। 

ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার ছাত্র প্রতিনিধি মো. আখতারুজ্জামান খান। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন  নীলফামারী জেলার ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণ। 

টিএইচ